Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ নভেম্বর ২০২৪

বাংলাদেশ সরকারী মুদ্রণালয়:

প্রতিষ্ঠা: 

  • ১৯৪৮ সালে ঢাকায় “বেঙ্গল প্রেস" নামে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তান সরকারি মুদ্রণালয় (ইপিজিপি) নামকরণ হয়।
  • ১৯৭১ সালে “বাংলাদেশ সরকারি মুদ্রণালয়" নামে যাত্রা শুরু করে।

উল্লেখযোগ্য কার্যাবলীসমূহ:

  • সরকারি প্রকাশনাসমূহ;
  • সাপ্তাহিক ও অতিরিক্ত সংখ্যার গেজেট;
  • রিপোর্ট;
  • জাতীয় বাজেট সংশ্লিষ্ট প্রকাশনাসমূহ;
  • গেজেট, আইন, বিধি, অধ্যাদেশ;
  • পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র;
  • সরকারি ডায়েরি;
  • সরকারি পঞ্জিকা;
  • লিফলেট;
  • পোস্টার

 

যোগাযোগঃ

 

উপপরিচালক
বাংলাদেশ সরকারী মুদ্রণালয়

তেজগাঁও, ঢাকা-১২০৮ ।

ফোনঃ +৮৮-০২-৫৮১৫১৬৯২
ই-মেইলঃ dd.bgpress@dpp.gov.bd

Website: www.dpp.gov.bd/bgpress / https://bfpo.dpp.gov.bd/