Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ নভেম্বর ২০২৪

গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস:

প্রতিষ্ঠা: 

  • ১৯৫৩ সালে ঢাকায় "সেন্ট্রাল প্রেস" নামে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭১ সালে "সরকারি মুদ্রণালয়" (স্বাধীনতা যুদ্ধের পরে) নামে যাত্রা শুরু করে।

উল্লেখযোগ্য কার্যাবলীসমূহ:

নিম্নলিখিত সচিবালয়/মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়সমূহের অধিনস্থ ও সংযুক্ত অফিস/ইউনিট সমূহে সকল প্রকার স্ট্যার্ন্ডাড, নন-স্ট্যার্ন্ডাড ফরম সমূহ মুদ্রণ করে:

  • প্রতিরক্ষা মন্ত্রণালয়- সকল ধরনের ফরম ও ডায়েরি;
  • ভূমি মন্ত্রণালয়- দাখিলা, ডিসিআর বই;
  • আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়- কজলিস্ট, বালাম বই, মৃত্যু পরোয়ানা বই;
  • সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়;
  • নৌ-পরিবহন মন্ত্রণালয়;
  • ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়;
  • প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়;
  • জাতীয় সংসদ সচিবালয়- সংসদ অধিবেশন, প্রশ্নোত্তর;
  • নির্বাচন কমিশন সচিবালয়- ব্যালট পেপার, নির্বাচন সহায়িকা।

 

যোগাযোগঃ

 

উপপরিচালক
গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস

তেজগাঁও, ঢাকা-১২০৮ ।

ফোনঃ +৮৮-০২-৫৫০৩০১১৬
ই-মেইলঃ dd.gpp@dpp.gov.bd

Website: www.dpp.gov.bd/gppress / https://gppress.dpp.gov.bd/