Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস:

প্রতিষ্ঠা: ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য কার্যাবলীসমূহ:

  • বাংলাদেশ সরকারের প্রকাশকের ভূমিকা পালন করা।
  •  চাহিদাকারী অফিস ও তিনটি প্রেসের মধ্যে সমন্বয়ক হিসেবে কাজ করা।
  •  তিনটি প্রেসে মুদ্রিত সামগ্রী চাহিদাকারী মন্ত্রণালয/বিভাগ, অফিসে সরবরাহ করা।
  •  সরকারি প্রকাশনা যেমন সংবিধান, আইন, বাংলাদেশ কোড, এস্টাব্লিশমেন্ট ম্যানুয়্যাল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ডাইজেস্ট, জেলা গেজেট সমূহ ইত্যাদি নিজস্ব বিক্রয়কেন্দ্র এবং এজেন্টদের মাধ্যমে  জনসাধারনের নিকট বিক্রয় করা হয়।

বাংলাদেশ ফরম ও প্রকাশন অফিস কর্তৃক পরিচালিত প্রকাশনা ও বিক্রয়কেন্দ্রসমূহ-

 

  • প্রধান বিক্রয়কেন্দ্রটি তেজগাঁওয়ে অবস্থিত।
  • অপরটি ১৪/২ তোপখানা রোড (জাতীয়প্রেস ক্লাবের বিপরীতে)
  • এছাড়া দেশের বিভিন্ন স্থানে কিছু তালিকাভূক্ত এজেন্ট এর মাধ্যমে বিভিন্ন প্রকাশনা সামগ্রী জনসাধারণের নিকট বিক্রয় করা হয়।

যোগাযোগঃ

 

উপপরিচালক
বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস

তেজগাঁও, ঢাকা-১২০৮ ।

ফোনঃ +৮৮-০২-৫৫০৩০০২২
ই-মেইলঃ dd.bfpo@dpp.gov.bd

Website: www.dpp.gov.bd/bfpohttps://bfpo.dpp.gov.bd/