Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ অক্টোবর ২০২৪

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর

 

বিষয়ঃ ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ।

 

ক্র. নং

ইতঃপূর্বে  বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা/আইডিয়ার নাম

সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ

সেবা/আইডিয়াটি কার্যকর আছে কিনা/না থাকলে কারণ

 সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কিনা

সেবার লিংক

সেবা/আইডিয়াটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণকারী

বাস্তবায়ন কাল (অর্থ বছর)
০১ নির্বাচনের ব্যালট পেপার মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ সেবা সহজিকরণ। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন প্রকার নির্বাচনের ব্যালট পেপার চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ে মুদ্রণ, বাঁধাই এবং দ্রুততম সময়ে সরবরাহ করা সম্ভব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ   মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর ২০২৩-২০২৪
০২ বাংলাদেশ গেজেটের মোবাইল অ্যাপস চালুকরণ (সার্চিং সিস্টেমসহ) মোবাইল অ্যাপসের মাধ্যমে খুব সহজে প্রয়োজনীয় গেজেট দেখা এবং  সহজে গেজেট খুঁজে বের করা যাবে। হ্যাঁ হ্যাঁ

 

Available in Google Play Store (Bangladesh Gazettes)

 

উপপরিচালক,

বিজি প্রেস

২০২২-২০২৩
০৩ মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে প্রাপ্ত মুদ্রণ সংক্রান্ত সেবা সহজিকরণ। এই সেবাটি সহজিকরণের মাধ্যমে বিভিন্ন সরকারি/আধা-সরকারি/স্বায়ত্ব-শাসিত/দপ্তর/সংস্থা থেকে আগত মুদ্রণাদেশ যে কাজের জন্য যে অফিস/প্রেস নির্ধারণ করা আছে ঠিক সেই অফিস/প্রেসে যাবে। এতে অল্প সময়ে এবং দ্রুত সেবা প্রত্যাশীগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন। হ্যাঁ হ্যাঁ   মহাপরিচালক, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর ২০২১-২০২২
০৪ DPP  Store Management  System ”DPP Store Management System” এর মাধ্যমে সেবা প্রত্যাশী দপ্তরগুলো খুব সহজে এবং দ্রুত সময়ে তাদের বাৎসরিক চাহিদা বাংলাদেশ স্টেশনারী অফিসে প্রেরণ করতে পারবে। উক্ত System এর মাধ্যমে তালিকাভূক্ত প্রত্যাশী দপ্তরসমূহ বার্ষিক ও দৈনিক চাহিদা প্রেরণ থেকে শুরু  করে কাগজ ও স্টেশনারী দ্রব্যাদি প্রাপ্তি ও স্টক পর্যন্ত সকল কাজ অনলাইন তথা ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করা সম্ভব হবে। ফলে সংশ্লিষ্ট দপ্তরসমূহে যেমন সময় ও অর্থ সাশ্রয় হবে তেমনি বাংলাদেশ স্টেশনারী অফিসও সহজে স্টোরের ব্যবস্থাপনা এবং মালামাল প্রাপ্তি/সরবরাহ মনিটরিং করা সহজ হবে। হ্যাঁ হ্যাঁ https://dppseba.gov.bd/ উপপরিচালক, বাংলাদেশ স্টেশনারী অফিস ২০২০-২০২১

০৫

আপডেটেড গেজেট সার্চিং পদ্ধতি

বিজি প্রেসের ওয়েবসাইটে আপডেটেড গেজেট সার্চিং পদ্ধতি চালু করার ফলে বিভিন্ন অফিসের স্মারক নং, অফিসের নাম, অধিদপ্তরের নাম, তারিখ ইত্যাদি দিয়ে সহজে গেজেট খুঁজে বের করা সহজ হয়েছে।

হ্যাঁ

হ্যাঁ

https://www.dpp.gov.bd/bgpress/

index.php/document/weekly_gazettes/151

 

https://www.dpp.gov.bd/bgpress/index.php/document/

extraordinary_gazettes/285

উপপরিচালক,

বিজি প্রেস

২০১৯-২০২০