মুদ্রণ ও প্রকাশনা ব্যবস্থার উন্নয়ন ও দক্ষ নিয়ন্ত্রণ এবং সরকারের গুরুত্বপূর্ণ প্রকাশনা ও মুদ্রণ সেবা নিয়ন্ত্রণের নিমিত্তে তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের Regulation No-G11/1p-13/72-1002, dated-30 August ১৯৭২ সালে জারিকৃত আদেশে মুদ্রণ, লেখ- সামগ্রী, ফরম ও প্রকাশনা পরিদপ্তর প্রতিষ্ঠা লাভ করে যার মাধ্যমে সরকারি সকল মুদ্রণ, প্রকাশনা ও স্টেশনারী মালামাল সরবরাহের সেবা প্রদানে গতি সঞ্চার হয় এবং ২০০৫ সালে সরকার প্রতিষ্ঠানটিকে অধিদপ্তরে উন্নীত করে। অধিদপ্তরের নাম সহজ করার লক্ষ্যে ২০১০ সালে মুদ্রণ, লেখ-সামগ্রী, ফরম ও প্রকাশনা অধিদপ্তরকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (ডিপিপি) নামে নামকরণ করা হয়।
ডিপিপি’র উপর অর্পিত দায়িত্বের মধ্যে সকল গোপনীয়তা রক্ষা করে সরকারের মুদ্রণ ব্যবস্থা সমুন্নত, পরিচালন, রক্ষণাবেক্ষণ ও সেবা প্রদান সম্পর্কিত সমুদয় বিষয়াদি নিয়ন্ত্রণ। এ ছাড়া সেবা প্রদানকারী গ্রাহকের সেবার প্রাপ্যতা নিশ্চিতকরণ এবং মান সংক্রান্ত বিষয়ে স্বার্থ সংরক্ষণ করা। সরকারের প্রয়োজন সমন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, সেবা প্রদানকারীর পক্ষ থেকে বিদ্যমান অথবা পীড়নমূলক বা বৈষম্যমূলক আচরণ নিয়ন্ত্রণে অধিদপ্তর দায়বদ্ধ।
গোপনীয়তা রক্ষার মাধ্যমে দেশের সকল শিক্ষাবোর্ডের প্রশ্নপত্র, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র, সনদপত্র, ব্যাংকের চেক, সরকারি বাজেট, সংসদের কার্যবিবরণী, মহামান্য হাইকোর্টের কজলিস্ট এবং সকল সরকারি অফিস আদালতে ব্যবহার্য ফরম, বই, জার্নাল, গেজেট, প্রজ্ঞাপন ইত্যাদি মুদ্রণ ও সরবরাহ করা হয়। তাছাড়া সকল সরকারি অফিস আদলতসমূহে ব্যবহারের জন্য স্টেশনারী সরঞ্জামাদি সরবরাহ করা হয়।
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো অনুযায়ী বর্তমানে তিনটি প্রেস, দুটি অফিস ও সাতটি আঞ্চলিক অফিসের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডিপিপি’র প্রেস/অফিসসমূহ
(১) বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস) ;
(২) গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস (জিপি প্রেস);
(৩) বাংলাদেশ নিরাপত্তা মুদ্রণালয় (বিএসপিপি)
(৪) বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস ;
(৫) বাংলাদেশ স্টেশনারী অফিস।
ডিপিপি’র আঞ্চলিক অফিসসমূহ
(১) ঢাকা আঞ্চলিক অফিস,
(২) চট্টগ্রাম আঞ্চলিক অফিস,
(৩) খুলনা আঞ্চলিক অফিস,
(৪) বগুড়া আঞ্চলিক অফিস,
(৫) বরিশাল আঞ্চলিক অফিস,
(৬) রংপুর আঞ্চলিক অফিস,
(৭) সিলেট আঞ্চলিক অফিস।
অধিদপ্তরের জনবল নিয়োগ, পদোন্নতি, বদলী, প্রশিক্ষণ, অফিস ভবন রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় অফিস সরঞ্জামাদি ক্রয় ও রক্ষণাবেক্ষণ, যানবাহন ক্রয় ও রক্ষণাবেক্ষণ, আইটি কার্যক্রম, ভান্ডার ব্যবস্থাপনা, ডেসপাস নিয়ন্ত্রণসহ অধিদপ্তরের দৈনন্দিন প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করা। এছাড়া বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে দৃঢ় তৎপর। নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানা এবং দ্রুত যোগাযোগ করার প্রয়োজনে ইন্টারনেট ব্যবহারের সুবিধার্থে অফিসের ভিতরে ওয়াইফাই (ডরঋর) সুবিধাও বিদ্যমান রয়েছে। অধিদপ্তরের ২৩৮৫ (দুই হাজার তিনশত পঁচাশি) টি পদ সম্বলিত অর্গ্রানোগ্রাম রয়েছে। নি¤েœ ৩০ জুন ২০১৬ পর্যন্ত বর্তমান জনবল এর বিবরণ উল্লেখ করা হলো।
পদের শ্রেণি অনুমোদিত পদের সংখ্যা বিদ্যমান পদের সংখ্যা শূন্যপদের সংখ্যা মন্তব্য
১ম ২৪ ১৬ ৮
২য় ৩০ ১৮ ১২
৩য় ১৭৪৯ ১২৪৬ ৫০৩
৪র্থ ৫৮২ ৩৫২ ২৩০
মোট ২৩৮৫ ১৬৩২ ৭৫৩