বাংলাদেশ সরকারের মুদ্রণ ব্যবস্থা, সেবার মানোন্নয়ন ও দক্ষ নিয়ন্ত্রণের নিমিত্তে এ অধিদপ্তর নিরলস কাজ করে যাচ্ছে। সুষম সুযোগ সুবিধাকে সামনে রেখে দেশের উন্নয়নকে তরান্বিত করা বাস্তবতার নিরিখে যতদূর সম্ভব গ্রহকের জন্য একটি নির্ভরযোগ্য, যুক্তিসঙ্গত আধুনিকমানের সেবা নিশ্চিত করা।
১। বিভিন্ন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের Job Work;
২। সকল শিক্ষাবোর্ড, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কর্ম কমিশনের প্রশ্নপত্র মুদ্রণ।
৩। জাতীয় সংসদের সংসদ বিতর্কসহ সকল মুদ্রণ;
৪। মহামান্য হাইকোর্ট বিভাগের দৈনিক মামলার কার্যতালিকা (কজলিস্ট) ও ডেথ রেফারেন্স মুদ্রণ;
৫। নির্বচন কমিশন সচিবালয়ের ব্যালট পেপারসহ যাবতীয় মুদ্রণ কাজ;
৬। বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিাষ্ঠানের বিভিন্ন প্রকার সিকিউরিটি এবং নন সিকিউরিটি ডকুন্টেস মুদ্রণ;
৭। বিভিন্ন ব্যাংকসমূহের চেক মুদ্রণ;
৮। বিভিন্ন শিক্ষাবোর্ড, বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, মার্কসীট ও অন্যান্য নিরাপত্তামুলক ডকুেন্টস মুদ্রণ;
৯। সরকারি হাসপাতালসমূহের টিকেট এবং প্রতœতত্ত্ব অধিদপ্তরের বিভিন্ন মূল্যমানের প্রবেশ টিকিট মুদ্রণ;
১০। সাপ্তাহিক ও অতিরিক্ত সংখ্যা গেজেট মুদ্রণের ব্যবস্থ্ াও বিতরণ নিশ্চিতকরণ;
১১। ক্যালেন্ডার ও ডায়েরি প্রকাশনা সংক্রান্ত সকল কার্যক্রম গ্রহণ;
১২। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ সুপ্রীমকোর্ট, নি¤œ আদালত, বিভিন্ন সরকারি আধাসরকারি ও স্বায়িত্বশাসিত অফিসে/কার্যালয়ে সকল প্রকার মুদ্রণ কাজ সম্পন্নকরণ।
১৩। সরকারের সকল স্ট্যান্ডার্ড ও নন-স্ট্যান্ডার্ড ফরমসহ সকল প্রকার মুদ্রণ কাজ সম্পাদন ও বিতরণ।
১৪। সকল সরকারি অফিস-আদালতে স্টেশনারী মালামাল সরবরাহকরণ।